শহরে চাকরীজীবদের থাকা ও খাওয়ার ৫টি অসুবিধা
ঢাকা কর্মব্যস্ত শহরগুলো মধ্যে একটি শহর। প্রতিদিনই কর্মের জন্য নানা শ্রেণি পেশার মানুষ এসে ঢাকায় পাড়ি জমায়। শহরের জীবনে নানা বাধা থাকলেও জীবিকা নির্বাহের জন্য অনেক কার্যকর একটি জায়গার নাম হলো ঢাকা শহর।
শহরে যারা চাকরী করার জন্য আসে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরী করে। তাদেরকেই মূলত চাকরীজিবী বলা হয়। বিভিন্ন কম্পানি ও সরকারী সহ শহরে প্রায় কয়েক কোটি মানুষের বসবাস।
গ্রাম থেকে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করার জন্য শহরে আসে চাকরী করতে। শহরে আসে তার তাদের স্বপ্ন পূরণ করতে এবং জীবনকে গড়ে তুলতে।
এসকল শহরে থাকা চাকরীজীবদের অনেক অসুবিধার সম্মুখিন হতে হয়। আর তাই শহরে চাকরীজীবদের থাকা খাওয়া ৫টি অসুবিধা নিয়েই আজকের প্রতিবেদন।
১. সময় মতো খাবার খেতে পারে না
শহরে থাকা চাকরিজীবিরা সময় মতো খাবার খেতে পারে না। কারণ তাদের কর্মস্থলে সবসময় উপস্থিত থাকতে হয়। ফলে খাবার দাওয়ার নিয়ে অসুবিধায় পড়তে হয়।
অনেক সময় হোটেল বা অন্য কোথাও থেকে খেতে হয় কিন্তু তারা মন মতো খেতে পারে না। তাই সময় মতো খাবার খাওয়া দিয়ে অসুবিধায় পড়তে হয়।
২. বাসা ভাড়া নিয়ে অসুবিধা
শহরে সাধারণত বাসা ভাড়া মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে দিতে হয়। আর এজন্য শহরে থাকা চাকরিজীবিদের অনেক অসুবিধায় পড়তে হয়। কারণ চাকরিজীবিদের একটা নির্দিষ্ট সময় বেদত দেওয়া হয়। সেটা অর্ধেক মাস কিংবা তারও বেশি হতে পারে ফলে বাসা ভাড়া নিয়ে সমস্যায় পড়া লাগে।
৩. পর্যাপ্ত ঘুমাতে পারে না
পর্যাপ্ত ঘুম আমাদের শরীরের জন্য খুবেই উপকারী। শরীরকে সতেজ ও শান্ত রাখতে সাহায্য করে। কিন্তু শহরে থাকা চাকরিজীবিদের পক্ষে পর্যাপ্ত ঘুম সম্ভব হয় না।
সারাদিন কাজ করে বাসাই আসার পর শরীর ক্লান্ত হয়ে থাকে। কিন্তু বাসাই অনেক কাজ থাকার কারণে ঘুমাতে পারে না।
৪. অসুস্থ হলে স্বাস্থের ঝুঁকি
শহরে থাকা চাকরিজীবিরা অসুস্থ হলে তাদের দেখার কেউ থাকে না। এজন্য তাদের স্বাস্থের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও চাকরিজীবিরা অনেক সময় বাইরের খাবার খায় যেটা আরো বেশি স্বাস্থের ক্ষতি কর।
৫. নিজেকে সময় দিতে পারে না
সহরে থাকা চাকরি জীবিরা ঠিক মতো নিজেদের সময় দিতে পারে না। কারণ তারা সব সময় কাজের জন্য বাইরে থাকে।
নিজেকে সময় দিতে পারলে মন ভালো থাকে। আর চাকরিজীবিরা নিজেদেরকে সময় না দেওয়ার কারণে তাদের মন ভালো থাকেনা।
কিছু পরামর্শ
আশার করি সকলেই বুঝতে পারছেণ শহরে থাকা চাকরিজীবিদের কি ধরনের সমস্যায় পড়তে হয়। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ